স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে বিএনপির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে সহবতপুর গার্লস স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য নুর মোহাম্মদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মোহাম্মদ আলী রেজা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনুর, ব্যারিস্টার নুসরাত জাহান খান। সমাবেশে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তৃর্ণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় সহবতপুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।