বাসাইল প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল পালিত।
বাসাইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মোস্তফাসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।