ভূঞাপুরে হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

অপরাধ টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক এক ইউপি সদস্যদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, রুপাসহ কয়েক ভরি স্বর্ণ অলংকার লুটপাট করে ডাকাত চক্র। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে রফিকুল ইসলাম দুলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম। পরে রোববার (১৯ জানুয়ারি) সকালে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী খাবার খাচ্ছিলাম। এ সময় হঠাৎ বেশ কয়েকজন ডাকাত আমাদের দু’জনের হাত-মুখ বেঁধে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ার একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে এবং আমাকে অন্যরুমে আটকে রেখে লুটপাট চালায় এবং ঘরে থাকা ৮৫ হাজার টাকা, কয়েক ভরি রুপা ও স্বর্ণ ডাকাতি করে। তিনি আরও বলেন, ডাকাতরা দুই ঘণ্টা অবস্থান করে ঘরে। ডাকাতি শেষে তারা চলে যাওয়ার পর আমার স্ত্রী তার মুখের বাঁধন খুলে আমার হাত-পায়ের বাঁধ খুলে দেয়। পরে আহত অবস্থায় বাড়ির বাইরে এসে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন আসে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে আমরা ওই ইউপি সদস্যের বাড়িতে সরেজমিনে পরিদর্শন করেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইননি ব্যবস্থা নেব।

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *