মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামে এমপি বাড়ী জামে মসজিদের সামনে হতে একটি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় মধুপুর থানার মামলা হয়। পুলিশ উক্ত চুরির মামলার ঘটনাটি তদন্তে নামে। পুলিশের একটি দল গত (১৯ জানুয়ারি) রাতে মধুপুর উপজেলার মাগুন্তিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানাকে (৩২) গ্রেফতার করে।

 

 

আসামী আনোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদে ও তার দেয়া তথ্যে (২০ জানুয়ারি) রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী রেললাইন এলাকা হতে বাদশা শেখের ছেলে মোনারুল হাসান মজনু (২৮), হেলাল খানের ছেলে ইলিয়াছ হোসেন (২৬), আইন উদ্দিন মন্ডলের ছেলে হারুন অর রশিদ (৪৫), শাহজাহানের ছেলে হারেজ আলীকে (৪৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই চারজনের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নান্দিনারচর, চর ছনপোচা, জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া গ্রামের বাসিন্দা।
উপরোক্ত আসামীদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। আসামীদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *