জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর, পৌরসভা, দেলদুয়ার, ঘাটাইল ও ধনবাড়ীর জয়লাভ

খেলা টাঙ্গাইল লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে শীর্ষে নিয়ে ২০২৪-২৫ সালের ফুটবল ফেস্টিভ্যাল জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় (২২-২৬ জানুয়ারী) ৫ দিনব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলী ইমাম তপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহেল রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ।
উদ্বোধনী দিনে বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) উভয় বিভাগে ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

বালক বিভাগে দিনের প্রথম খেলায় দেলদুয়ার উপজেলা (২-০) গোলে কালিহাতী উপজেলাকে পরাজিত করে। ২য় খেলায় টাঙ্গাইল পৌরসভা ফুটবল দল কায়সারের দেওয়া একমাত্র গোলে ঘাটাইল উপজেলাকে এবং দিনের শেষ খেলায় টাঙ্গাইল সদর উপজেলা সুমনের দেওয়া একমাত্র গোলে ধনবাড়ী উপজেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বালিকা (অনুর্ধ্ব-১৭) বিভাগে দিনের প্রথম খেলায় দেলদুয়ার উপজেলা (৩-১) গোলে কালিহাতী উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের ইলমা, ছোঁয়া ও সোমা এবং বিজিত দলের ছোঁয়া আক্তার গোল করে। ২য় খেলায় ঘাটাইল উপজেলা (১-০) গোলে টাঙ্গাইল পৌরসভাকে এবং দিনের শেষ খেলায় ধনবাড়ী উপজেলা (৩-১) গোলে টাঙ্গাইল সদর উপজেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সখীপুর উপজেলা বনাম মধুপুর উপজেলা এবং বাসাইল উপজেলা বনাম নাগরপুর উপজেলার ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবলার নিয়ে আয়োজিত খেলার সার্বিক পরিচালনায় ও সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন। খেলা পরিচালনায় সহযোগিতা করেন আনিসুর রহমান আলো, রেফারী হারুন অর রশীদ, মাসুদ ভূঁইয়া, সুলতান মাহমুদ, মহিউদ্দিন আহমেদ, এসএম রনি, আমিনুল ইসলাম লিটন, মমিরুল ইসলাম, আফজাল হোসেন রতন, রুবাই হাসান, তৌহিদুল, বাবুল, আবু হায়াত খান নবু।

 

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *