গোপালপুর ও ধনবাড়ীতে ৩০ দিনে ১৫ গরু চুরি ॥ পুলিশ প্রশাসন নির্বিকার

অপরাধ গোপালপুর টাঙ্গাইল ধনবাড়ী লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। বিগত এক মাসে ১৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। গর্ভবতী গাভি চুরির পর জবাই করে মাংস নেওয়ার মতো পাশবিক ঘটনাও ঘটাচ্ছে দুবৃর্ত্তরা। কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার বলে অভিযোগ খামার মালিকদের। প্রায় প্রতি রাতে গরু চুরির ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া খামার মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
জানা যায়, শনিবার ভোরে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা পূর্বপাড়া গ্রামের জাহিদুল ইসলাম পিন্টুর খামার থেকে দুর্বৃত্তরা দুধেল গাভিসহ তিনটি গরু চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় খামার মালিক পিন্টু ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এদিকে, গত ১৭ জানুয়ারি গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামের খামারি আব্দুস সালাম মিয়ার গোশালা থেকে ৫ লাখ টাকা দামের একটি ষাড় এবং দুটি দুধেল গাভি চুরি হয়। গত ৭ জানুয়ারি গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের খামার থেকে আড়াই লাখ টাকা দামের একটি ষাড় চুরি হয়ে যায়। একইভাবে গত ৫ জানুয়ারি একই ইউনিয়নের ভাদুড়িচর গ্রামের আশরাফ আলীর খামার থেকে একটি ষাড় ও একটি দুধেল গাভি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে গত ৩১ ডিসেম্বর মির্জাপুর ইউনিয়নের কাগুজী আটা গ্রামের আলাউদ্দীন মিয়ার ৪ লাখ টাকা দামের একটি গর্ভবতী গাভি চুরির পর জবাই করে মাংস নিয়ে যায় চোরের দল। এর আগে গোপালপুর উপজেলার আলমনগর, ঝাওয়াইল, হেমনগর ও মির্জাপুর ইউনিয়ন এবং ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটে।

 

 

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধির সত্যতা স্বীকার করেন। ধনবাড়ীর গরুর খামার মালিক আবুল হোসেন জানান, গ্রামের সব রাস্তাঘাট এখন পাকা। দুর্বৃত্তরা রাতে গ্রামের নির্জন স্থানে ট্রাক ভেড়ায় এবং তাতে চোরাই গরু উঠিয়ে নিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, তিনি নতুন এসেছেন। আগে গরু চুরি হয়েছে কিনা, তিনি তা জানেন না। তবে বলিভদ্র ইউনিয়নের পানকাতা পূর্বপাড়া গ্রামে গরু চুরির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন হোসেন জানান, গরু চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

১০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *