স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে রবিউল ইসলামকে সভাপতি ও আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলীর স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি তাশরিফ আহমেদ, রাকিবুল ইসলাম, নুর আলম সরকার, সজীব রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার রানা, জিয়াউর রহমান, আজিজুল হক বাবু হৃদয় আহমেদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন তানভীর, তাইবুর ইসলাম, সাব্বির মিয়া, মিলন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম রিজভী, সহ-অর্থ সম্পাদক শাওন ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সমাজসেবা সম্পাদক আদিল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর আলম মাসুম, ক্রীড়া সম্পাদক বিজয় আফ্রিদি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মনির হোসেন,
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাব্বির, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক বাপ্পি আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পদ আলী, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক যুবরাজ আহমেদ, স্বাধীন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অমিত দাস, আইন বিষয়ক সম্পাদক নূর নবী, জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক নাইম ইসলাম, কার্যকরী সদস্য রুবেল হোসেন, আল আমিন, সুলতান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, সাব্বির, যুবরাজ, সোহেল রানা, শফিকুল ইসলাম, রনি মিয়া, ফাহাদ ইসলাম।
টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়নের কমিটির দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।