ফরমান শেখ, ভূঞাপুর ॥
নতুন কমিটি গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় গণঅধিকার পরিষদের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর উপজেলায় গণঅধিকারের পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬ মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যে পূর্বের আহবায়ক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে জেলার নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর এই ৪টি উপজেলা গণঅধিকারের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব দ্রুতই এই চার উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে। সেলক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।