স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে ঐতিহ্যবাহী জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে বিধি মোতাবেক এডহক কমিটি গঠণ করা হয়েছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা কর্তৃক অনুমোদন সাপেক্ষে এ কমিটি গঠিত হয়।
এতে টাংগাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষানুরাগী, খ্যাতিমান সমাজ সেবক মো: মাহমুদুল হক সানুকে সভাপতি এবং সাদৎ আল হারুনকে অভিভাবক সদস্য, শিরিন আক্তারকে শিক্ষক প্রতিনিধি সদস্য এবং পদাধিকার বলে প্রধান শিক্ষককে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠণের পর বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা সভাপতি কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
১৩ Views