দেলদুয়ারে আটিয়া বালিকা স্কুলে নবীনবরণ বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগীতা

টাঙ্গাইল দেলদুয়ার শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বার্ষিক মিলাদ, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফজলুল হক মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খান, দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার, শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আজাদ, আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আজহারুল ইসলাম মল্লিক, লাউহাটী আরফান আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র দে (দুলাল), আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সুনীল কুমার দে, আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও আটিয়া মহিলা মাহাবিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল বারেক মিয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল ও বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করেন।

 

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *