মাভাবিপ্রবিতে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল শিক্ষা

রায়হান আহমেদ, মাভাবিপ্রবি ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) “রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল এবং রোটারি ক্লাব অব টাঙ্গাইলের” যৌথ উদ্যোগে “Unlocking Your Potential: Research, Global Education, Career Growth” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় হ্যাবিটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং চতুর্থ শিল্পবিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মাভাবিপ্রবির সহযোগী অধ্যাপক ও সাইবার সেন্টারের পরিচালক ড. জিয়াউর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত করতে হবে। সাফল্য মানে শুধু নিজের উন্নয়ন নয়, বরং সমাজ ও অন্যদের উপকারে আসা।” তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং স্কলারশিপের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, যেমন ভালো IELTS বা TOEFL স্কোর, গবেষণা প্রকাশনা এবং অন্যান্য যোগ্যতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সেক্রেটারি রোটারিয়ান সাব্বির আহমেদ পল। রোটারেক্ট ক্লাব প্রেসিডেন্ট পলাশ হোসেন অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোটারেক্টর আবু বক্কর সিদ্দিক ওসামা। পুরো সেমিনার টি হোস্টিংএর দায়িত্ব পালন করেন HABHIT.
সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। সেমিনারে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন।

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *