অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করলেন মাভাবিপ্রবির ‘সিআরসি’র

টাঙ্গাইল শিক্ষা

রায়হান আহমেদ, মাভাবিপ্রবি ॥
কাম ফর রোড চাইল্ড (সিআরসি) অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩য় একাডেমিক ভবনের সামনে ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অসহায় মানুষ, বিভিন্ন মেসের খালা ও শহরের রাস্তার পাশে বস্তিতে থাকা অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেওয়া হয়।
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাভাবিপ্রবি সিআরসির সভাপতি আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন। এ সময় তিনি বলেন, এই প্রোগ্রাম আমাদের শিক্ষার্থীদের সুন্দর মানসিকতার বহিঃপ্রকাশ। আমি আশা করবো সামনের দিনগুলোতে সিআরসি আরও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, সুন্দরভাবে সফল করার জন্য সিআরসিসহ যারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সিআরসি অসহায়, দরিদ্র ,এতিম ও পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

 

 

সিআরসির সভাপতি আরিফুল ইসলাম বলেন, আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। বিভিন্ন দুর্যোগের সময় আমরা চেষ্টা করি দুর্যোগ কবলিতদের পাশে থাকার। এবারও চেষ্টা করেছি অসহায়দের পাশে থাকার। সিআরসি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাভাবিপ্রবি সিআরসি শাখার প্রধান সমন্বয়ক তোকির আহমেদ বলেন, ভুপেন হাজারিকার “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই উক্তিকে সামনে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আশা করি পরবর্তীতে যারা দায়িত্বে আসবে তারাও এভাবে অসহায়দের পাশে থেকে কাজ করে যাবে।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. নুরুল ইসলাম, সহকারী প্রক্টর আব্দুল হালিম, সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিআরসির সভাপতি ফরহাদ হোসেনসহ ক্লাবের সদস্যরা।

১০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *