স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অসুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট। শনিবার (২৫ জানুয়ারি) জেলার মুক্তিযোদ্ধার সন্তানদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন।
দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসুস্থ, দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য উক্ত শীতবস্ত্র ২৫০শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ খন্দকার সাদিকুর রহমানের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন ৭১’এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি ডাঃ একেএম শোয়াইবুর রহমান, সোহেল সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শায়লা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, ইমদাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক কাজী নুসরাত ইয়াসমিন, সমাজ কল্যাণ সম্পাদক শিউলি খান সনি, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান প্রমূখ।