গোপালপুরের ঝাওয়াইলে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গোপালপুর টাঙ্গাইল রাজনীতি

গোপালপুর সংবাদদাতা ॥
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকের পাশাপাশি হাজার হাজার কৃষাণি অংশ নেন। এ সময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত হালের গরু, লাঙ্গল-জোয়াল, ডাকি, কুলা, হাপটসহ বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে আসতে থাকেন।
রবিবার (২৬ জানুয়ারী) দুপুর ১২টায় ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশে গোপালপুর উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী মিঞার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম, প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহ-সভাপতি নুরুল ইসলাম সুজা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোকলেসুর রহমান মোকলেস, তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহমেদ সোহাগসহ ঝাওয়াইল, হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খন্দকার কামরুল ইসলাম বাবু ।
সমাবেশে উপস্থিত কৃষকরা সারের দাম অর্ধেকে নামিয়ে আনা, বিনাসুদে কৃষি ঋণ বিতরণ ও কৃষি খাতে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের একাউন্টে প্রদানের দাবি জানান। এ সময় বিএনপি নেতারা বলেন, কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *