স্পোর্টস রিপোর্টার ॥
তারুন্যের উৎসবে তৃনমূল পর্যায়ে ফুটবলার বাছাইয়ে শস্যের মধ্যে ভূত নিয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বালক বিভাগে সখিপুর এবং বালিকা বিভাগে ঘাটাইল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে (অনুর্দ্ধ-১৭) বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে সখিপুর উপজেলা ও টাঙ্গাইল পৌরসভার মধ্যকার আর্কষনীয় ফুটবল ম্যাচটিতে কোন পক্ষই গোল করতে ব্যর্থ হলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সখিপুর উপজেলা (৪-২) গোলে টাঙ্গাইল পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বালিকা বিভাগে গোপালপুর উপজেলা ও ঘাটাইল উপজেলার মধ্যকার খেলায় জেলা বর্হিভূত এবং বয়সচুরির অভিযোগে প্রায় ৪০ মিনিট দেরীতে খেলা শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবির ও টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিনের হস্তক্ষেপে ফাইনাল খেলা শুরু হয়। প্রাণহীন ফুটবল খেলায় গোলশুন্য ড্র হলে খেলা সরাসরি টাইব্রেকারে গেলে ঘাটাইল উপজেলা (৫-৪) গোলে গোপালপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় বালক বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সখিপুর উপজেলার মনির হোসেন এবং সর্বোচ্চ গোলদাতা টাঙ্গাইল পৌরসভার প্রান্ত দেওয়ান।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল টাঙ্গাইল জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এড. আলী ইমাম তপন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, গোপালপুর উপজেলা ও সখিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন ও আব্দুল্লাহ আল রনি ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন।
যেসব ফুটবলার খেলেছে তারা হলো- টাঙ্গাইল পৌরসভা বালক ফুটবল দল- রুহুল আমিন, লোকমান, রিফাত, জুবায়ের, আকাশ, দেব চন্দ্র, প্রলয় শীল, অর্পন, মিলন/প্রান্ত দেওয়ান, শাওন ও মনির। সখিপুর উপজেলা বালক ফুটবল দল- সিয়াম, মনির, রবিউল, অনিক, শাহিন, শাহেদ, শাওন, অনিক-২, শান্ত, নাসির ও ইমরুল। গোপালপুর উপজেলা বালিকা ফুটবল দল- আফরিন, তানিশা, মীম, কাজল, হ্যাপি, মুনিরাু, লক্ষী, ফারজানা, প্রীতি, সাদিয়া ও মুন্নী। ঘাটাইল উপজেলা বালিকা ফুটবল দল- সামিউন, উম্মে হানি, তাহমিনা, হালিমা, আকলিমা, মরিয়ম, জুলিয়া, শাহনাছ, নুপুর, যুথি ও মারিয়া।
খেলাগুলো পরিচালনায় রেফারীরা হলেন- হারুন অর রশীদ, রবিন খান, মাসুদ ভূঁইয়া, সুলতান মাহমুদ, আমিনুল ইসলাম লিটন, মমিরুল ইসলাম, মোমিন হোসেন, আফজাল হোসেন রতন, তাকবির, রুবাই হাসান, জামিলুর রহমান, আলআমিন ও আবু হায়াত খান নবু।