স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবীর।
এতে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষন সম্পাদক প্রবাস চক্রবর্তী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জাহান সাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান মজিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, জাসাস দলের আহ্বায়ক আবুল বাশার, মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আবু সাইদ বাচ্চু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রিপন আহাম্মেদ শিশির, সহ সাধারণ সম্পাদক রাজীর আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ শিকদারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ তুলে ধরা হয়।