মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করনীয়” বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য সেবার মান ও সুশাসন নিশ্চিতে অধিপরামর্শ সভার আয়োজন করে টিআইবি ও সনাক মধুপুর। এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস), এসিজি এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মকর্তাগন অংশ নেয়।
টিআইবির সনাক মধুপুরের স্বাস্থ্য বিষয়ক আহবায়ক ড: শামসুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইদুর রহমান, মধুপুর সনাকের সভাপতি আব্দুল মালেক, মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, বিলকিস আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টিআইবির মধুপুরের এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।
সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় কুড়াগাছা এবং কুড়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষে মধুপুর গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের উদ্দ্যোগে কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক, অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কমিউনিটি এ্যাকশন মিটিং এর আলোচনা, মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন।
মুক্ত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ সাইদুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যে কোন সমস্যা যদি পরিলক্ষিত হয় সাথে সাথে অফিস কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য ইতিমধ্যে সকলকে নোটিশ প্রদান করা হয়েছে এবং ডিপার্টমেন্ট অনুযায়ী দর্শনীয় স্থানে প্রদর্শন করা হয়েছে বলে উপস্থাপন করেন। এ সময় তিনি স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকলের সহযোগিতাও কামনা করেন।