মধুপুরে তারুণ্য দীপ্ত বার্ষিক বনভোজনে মেতে ছিল গ্রাম পুলিশরা

টাঙ্গাইল বিনোদন মধুপুর

মধুপুর প্রতিনিধি ॥
সকালে কুয়াশা যখন টপটপ করে ঝরা শেষেই বনে ভেতরে আলো ফোটেছে মাত্র। একটু পরেই সকাল দশটায় আসা শুরু করে গ্রাম পুলিশরা। ওরা সারা বছর রাত দিন প্রত্যন্ত গ্রামগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ে কাজ করে থাকে। প্রশাসনকে নানা কাজে সহযোগিতা করে থাকে। শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী ছিল টাঙ্গাইলের মধুপুরের গ্রাম পুলিশদের বার্ষিক বনভোজন।
নানা কর্মব্যস্ততা রেখে ওরা মেতে ছিল মধুপুর বনে। দোখলা পিকনিক স্পষ্টে সারা দিন নেচে গেয়ে মেতে উঠে। আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে নিজের ভেতরে সম্পর্ক আরো গভীর করে নেয়। এক সাথে গান আর নিজের সাংগঠনিক আলোচনার মধ্যে তারুণ্য দীপ্তভাবে দিনটি কাটান তারা। আইনশৃঙ্খলা ও তাদের গ্রাম পুলিশের সাংগঠনিক বিষয়েও করা হয় আলোচনা সভায়।
দোখলা মধুপুর বনের প্রাকৃতিক পরিবেশে নির্মল আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন। আলোচনা সভা ও বনভোজন পর্বে তাদের আতিথেয়তায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত, গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ।

 

আলোচনা পর্বের মধুপুর গ্রাম পুলিশের সভাপতি ময়না দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সুনীল কুমার, সহসাধারণ সম্পাদক স্বপন বিস্বাস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসকের আলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দীনেশ দাসসহ বিভিন্ন ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে।
মধুপুর গ্রাম পুলিশের সভাপতি ময়না দাস বলেন, সারা বছর আমরা গ্রামে কাজ করে থাকি। বছরে শীতে একটা দিন নিজেরা মিলে এক সাথে কাটানো ও আনন্দ করার জন্য এ আয়োজন। সারা দিন সবাই মিলে কাটানোর মজাই আলাদা। বনভোজনে এসে তারা তাদের গ্রাম পুলিশ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে বলে জানান।

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *