স্টাফ রিপোর্টার ॥
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র হাসিব, শিশির, আরিয়ান, ইনান ও মুমিনের বিরুদ্ধে ছাত্রলীগ তকমা লাগিয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে মামলা বানিজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই সকল ভূক্তভোগী ছাত্রদের পরিবার।
সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ভূক্তভোগী পরিবারের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মামলায় ভূক্তভোগী ছাত্রদের পরিবারের সদস্যরা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতা হাসিব, রিফাত, রাফি, প্রত্যয় সামি, শুভ, আকাশ, মুছা, সিফাত ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেখ ফরাস কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। হয়রানিমূলক এই মিথ্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্রদের পরিবারের সবাই নাজেহাল অবস্থায় আছেন। তারা আরও বলেন, ছাত্র আন্দোলনে আমাদের ছেলেরা বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে পুলিশের গুলিতে আহত ছাত্রদের চিকিৎসা করেছেন। আর আজ আমাদের ছেলেরাই মিথ্যা মামলার স্বীকার হচ্ছেন, এটা কেমন দেশ। আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই। তিন দিনের মধ্যে মামলা তুলে না নেয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা।