স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজনের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশ ও জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।