দলের ইমেজ ও ভোট বাড়ানোর জন্য মানুষের আস্থা অর্জন করতে হবে- স্বপন ফকির

টাঙ্গাইল মধুপুর রাজনীতি

মধুপুর প্রতিনিধি ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। ১৫ বছর তারা সভা-সমাবেশ করতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে এখন তারা স্বাধীনভাবে সভা-সমাবেশ করা সুযোগ পেয়েছে। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, অবাক করা বিষয় দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এমপি থেকে শুরু করে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছে। কতটুকু কাজ করলে তারা পালিয়ে যায়। জাতীয় মসজিদের খতিব পুলিশও পালিয়ে যায়। ব্যাংকে টাকা নাই। নতুন কোন মিল কারখানা হচ্ছে না। গার্মেন্টস ফ্যাক্টরিও হচ্ছে না।
জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচনে বিলম্ব চলবে না। মানুষ ভোট দিতে চায়। ভোট দেবার সুযোগ করে দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিও জানান তিনি। নির্বাচনের প্রস্তুতি নিবে জনগান কাকে তারা ভোট দিবে। দেশের আঠার কোটি মানুষ সে দিকে তাকিয়ে আছে । দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগনের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করুন। তা নাহলে আওয়ামী মতো হবে। তাদের নেতা তারেক রহমানের কথা মানতে হবে। সে অনুযায়ী কাজ করেত হবে। যাতে ধানের শীষের ভোট বাড়ে। দলের ইমেজ বাড়ে সে অনুযায়ী কাজ করার আহবান জানান।

 

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্মরণে মাকফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় কাকরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অরণখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার, নাসিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রনি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখ, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ।
সমাবেশে বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্র দল, শ্রমিকদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *