নাগরপুরে নিখোজের ৮ মাসেও সন্ধান মেলেনি কলেজ ছাত্র জিহাদের

টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার, নাগরপুর।।
টাঙ্গালের নাগরপুরে নিখোজ হওয়ার ৮ মাস পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি জিহাদ ইসলাম (২০) নামের এক কলেজ ছাত্রের। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিখোজ কলেজ ছাত্র জিহাদ ইসলামের মা জিয়াসমিন সুলতানা জানান, গত বছরের ১ মে তার ছেলে নাগরপুরের কথা বলে বাড়ী থেকে বের হয়ে আসে। তার পর সে আর বাড়ী ফেরেনি। আত্মীয় স্বজন ও সম্ভাব সব জায়গায় খোজ নিয়েও তার হদিস পাওয়া যায়নি। এদিকে ছেলের সন্ধান না পাওয়ায় অসহায় বাবা, মা দিশেহীরা হয়ে পরেছে। মা জিয়াসমিন সুলতানা পাগলের মত খুজে বেড়াছে নিখোজ ছেলেকে। ছেলের সন্ধান না-পেয়ে অবশেষে গত ২৭ জুন নাগরপুর থানায় অভিযাগ করেন নিখোজের মা। অভিযোগের পর প্রায় ৭ মাস কেটে গেলেও পুলিশ কোন সন্ধান পায়নি। একমাত্র ছেলে আদৌ বেচে আছে কিনা এ নিয়ে চরম উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে তর পরিবার।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কলেজ ছাত্র জিহাদ ইসলাম নিখোজ হয়নি। সে নিজ ইচ্ছায় বাড়ী থেকে চলে গেছে। তার পছন্দের মেয়েকে বাবা মা মেনে না নেয়ায় তার ব্যাক্তিগত ফোন রেখে ওই মেয়েকে নিয়ে উধাও হয়েছে। তাদের মোবাইল ফোন নম্বর পেলে সন্ধান করা সহজ হতো বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *