বাসাইলে অবৈধভাবে মাটি উত্তোলনকারীসহ ৮ জনকে জরিমানা

আইন আদালত টাঙ্গাইল বাসাইল

বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে ৩ জন এবং হেলমেট ও লাইসেন্সবিহীন ৫জন মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে জরিমানা করেন।
জানা গেছে, অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে তিনজন মাটি ব্যবসায়ীর ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্যাফে ট্রাক্টরের ৩ জন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা আদাজান ও মিরিকপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
এদিকে, বাসাইল-সখীপুর সড়কের বাসাইল কবরস্থান মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেলমেট ও লাইসেন্সবিহীন ৫জন মোটরসাইকেল চালককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

১৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *