স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ২৭৫ জন ছাত্রীর হাতে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম রজনীগন্ধ্যা স্টিক ও ক্লাস রুটিন তুলে দেন। এছাড়া উপজেলার ৫৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একই দিনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ক্লাস রুটিন তুলে দেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, দশম শ্রেণির ছাত্রী ছিদ্রাতুল মুন তাহা এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল বক্তব্য রাখেন। এ সময় মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিঞা, সহকারি প্রধান শিক্ষক হরে কৃষ্ণ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং ক্লাস রুটিন তুলে দেন।