বাসাইলে মা ও ছোট ভাই-বোনের সংবাদ সম্মেলন

টাঙ্গাইল বাসাইল লিড নিউজ

বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে নিজ জমিতে বসতঘর তৈরিতে বাঁধা ও প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে সৎ বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদে মা ও ছোট ভাই-বোন মিলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়ার সিকদারবাড়ী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়ার সিকদারবাড়ী গ্রামের দবির উদ্দিন ওরফে দবু সিকদার তার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের নামে বিগত ২০০০ সালে দুইটি দাগে ১৮ শতাংশ জমি লিখে দেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রথম পক্ষের বড় ছেলে হারুন সিকদারের সাথে দ্বিতীয় পক্ষের দুই ভাই ও বোনদের বিরোধ চলে আসছে। প্রায় এক বছর আগে সৎ বড় ভাই হারুন সিকদার প্রভাব খাটিয়ে প্রায় ১১ শতাংশ জমিতে বসতঘর তৈরি করেন। বাকি ৭ শতাংশ জায়গা পতিত রয়েছে। পতিত জায়গায় দ্বিতীয় পক্ষের দুই ভাই বসতঘর তৈরি করতে গেলে বড় ভাইয়ের পরিবার বাঁধা সৃষ্টি করে।

 

এদিকে, সংবাদ সম্মেলনে দবির উদ্দিনের মেয়ে রাশেদা আক্তার বলেন, আমার বাবা মারা যাওয়ার আগে মায়ের নামে বিগত ২০০০ সালে নতুন ৩০৮ ও ৩১৩ দাগ ও পুরাতন ১৮ ও ১৭ দাগে ১৮ শতাংশ জমি লিখে দেন। এরপর আমার মা তার দুই ছেলের নামে পুরো জমি লিখে দেন। বিষয়টি নিয়ে সৎ বড় ভাইয়ের সাথে কয়েক বছর ধরে ঝামেলা চলে আসছে। প্রায় এক বছর আগে আমার বড় সৎ ভাই হারুন সিকদার জোর পূর্বক ১৮ শতাংশের মধ্যে ১১ শতাংশ জমিতে বসতঘর তৈরি করে। পরে বাকি ৭ শতাংশ জায়গায় আমরা বসতঘর তৈরি করতে গেলে তারা বাঁধা সৃষ্টি করে। আমাদের জমি ছেড়ে না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে। কাগজপত্র দেখে বিষয়টি সমাধানের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে রাশেদা আক্তারের মা রেনু বেগম, ভাই শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

৪৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *