আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৫-২০২৬) বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এর আগে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে মোট ১৪টি পদে আগামী (২০ ফেব্রুয়ারি) ভোট গ্রহণের কথা ছিল। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন জহুর আজহার খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম রফিকুল ইসলাম রতন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম বলেন, যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছিলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সেই আবেদনগুলো গ্রহণ করা হয়েছে। এতে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।