ভূঞাপুরে যমুনার দুর্গম চরে সুবিধা বঞ্চিতরা পাচ্ছেন ফ্রী স্বাস্থ্যসেবা

টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ স্বাস্থ্য

ফরমান শেখ, ভূঞাপুর ॥
শুকনো মৌসুম, চারদিকে ধূ-ধূ বালুচর। যাতায়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তি। চরের কিছু কিছু স্থানে নৌকা চলাচল করলেও বর্তমানে মাইলের পর মাইল চরের পথ পাড়ি দিতে পাঁয়ে হেটে। তবে, কিছুটা দুর্ভোগ কমিয়েছে ঘোড়ার গাড়ি বা মোটরসাইকেল পরিবহন। কিন্তু চরাঞ্চলের কেউ গুরুত্বর অসুস্থ হলে যাতায়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তির সীমা থাকে না চরবাসীর। ফলে চরম বিপাকে পড়তে হয় চরাঞ্চলের এই মানুষগুলোর।
বলছি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরাঞ্চলের কথা। এসব মানুষগুলোর স্বাস্থ্যসেবাসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, কেউ অসুস্থ হলে নৌকাযোগে যেতে হয় ভূঞাপুর বা সিরাজগঞ্জ। তাদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া এলাকায় ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করে দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি ওই এলাকায় তিনদিন ব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেন।

 

প্রথম দিন ফ্রী মেডিকেল ক্যাম্পটি উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং একই সাথে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ। চিকিৎসা ক্যাম্পের আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছে তারা।
ফ্রি চিকিৎসা সেবা নিতে আসছিলেন ৭০ বছরের বয়োজেষ্ঠ্য রোমেছা বেগম। এ সময় কথা হয় তার সাথে, তিনি বলেন- চরে থাকি, দীর্ঘদিন ধরে কোমড়ের ব্যাথায় ভুগছি। কিন্তু বয়স হওয়ায় চলতে পারি না। তারমধ্যে যাতায়াতে সমস্যা। ডাক্তার দেখানোর জন্য নৌকা দিয়ে যেতে হয় ভূঞাপুর হাসপাতালে বা সিরাজগঞ্জ। কয়েকদিন আগে শুনেছি বাড়ির পাশে চিকিৎসা দিবে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষুধ নিলাম।
হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুব বলেন, বাংলাদেশে ১০ হাজার মানুষের জন্য মাত্র পাঁচজন ডাক্তার রয়েছে। যা স্বাস্থ্যসেবার সংকট তৈরি করছে। এই সংকট মোকাবেলায় হিউম্যান কনসার্ন ইউএসএ কাজ করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে চর শুশুয়া এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুর্গম চরাঞ্চলের নানা বয়সের মানুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন। কার্যক্রম চলমান থাকবে।

 

 

 

৩৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *