কালিহাতীতে বর্ণমালা শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালিহাতী টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কুরুয়া সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয়ে বর্ণমালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বর্ণমালা শিক্ষাবৃত্তি পুরুষ্কার অনুষ্ঠিত হয়। বর্ণমালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী তামিম আকতার প্রামানিক।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন ইসলামিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ইঞ্জিনিয়ার, এম.আর.টি প্রজেক্টের সাইফুল ইসলাম সজিব। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক রুহুল আমিন, ইউএস বাংলা এয়ারলাইনসের সহ ম্যানেজার হাসান আলী, কুরুয়া সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাভলু মিয়া, সমাজসেবক নাজিম উদ্দীন তালুকদারসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার তুলে দেয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য বিগত ২০২০ সালে প্রতিষ্ঠিত বর্ণমালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

 

 

৫১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *