মির্জাপুরে ৭ ইটভাটাকে তৃতীয়বারের মতো গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা সেই ৭টি ইটভাটাকে তৃতীয়বারের মতো অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া একই দিন এইচএসবি ও হাকিম ব্রিকস নামক আরও দুটি ইটভাটার যথাযথ কাগজপত্র না থাকায় দুই মালিকের কাছ থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। গত দুই মাসের মধ্যে তৃতীয়বারের মতো ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। যেসব ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে সেগুলো হলো- বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস। এছাড়া যথাযথ কাগজপত্র না থাকায় এইচএসবি ব্রিকসকে ২ লাখ ও হাকিম ব্রিকসকে মালিককে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

জানা যায়, গত (১২ ডিসেম্বর) প্রথমবার টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও মির্জাপুর উপজেলা প্রশাসন যৌথভাবে ওই ৭ ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৪ লাখ জরিমানা আদায় করে এবং প্রতিটি ভাটার কিছু কিছু অংশ ভেঙে ফেলে। এছাড়া ভাটা বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। অভিযানের পর আবার ভাটাগুলো চালু করা হলে গত (৯ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করেন যৌথ দল। এ সময় দ্বিতীয়বারের মতো ইটভাটাগুলো চিমনি গুড়িয়ে দেয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে ইটভাটার মালিকরা পুণরায় চিমনি স্থাপনের মাধ্যমে ইট পোড়ানোর কার্যক্রম শুরু করলে দুই মাসের মধ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয়বারের মতো অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারি পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি. এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) এ.বি.এম আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

 

৫০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *