টাঙ্গাইল শাহীন ক্যাডেটের ২১ শিক্ষার্থী ক্যাডেট কলেজে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
চলতি ২০২৫ সালের ক্যাডেট কলেজে ভর্তি (লিখিত) পরীক্ষায় টাঙ্গাইল শাহীন ক্যাডেট একাডেমি রেজিস্ট্রি পাড়া শাখা থেকে মোট ২১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে সরকারি ক্যাডেট কলেজে ১২ জন এবং বেসরকারি ক্যাডেট কলেজে ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
সরকারি ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো- খান আজমাইন ইনসার (ইনডেক্স নাম্বার-১০৩১০০০০১১), কৃষ্ণাভ দেব (ইনডেক্স নাম্বার-১০৩১০০০১৮৭), ইমন প্রধান (ইনডেক্স নাম্বার-১০৩১০০০৩৮৪), তাহা ভূঁইয়া (ইনডেক্স নাম্বার-১০৩১০০০৬৫৫), খাইরুল ইসলাম (ইনডেক্স নাম্বার-১০৩১০০০২৯০), মেজবাউল হক (ইনডেক্স নাম্বার-১০৩২০০০৪৭১), নাজমুস সাকিব (ইনডেক্স নাম-১০৩২০০০৩৫১) ও শাহরিয়ার নাফি (ইনডেক্স নাম্বার-১০৩২২৩০২৭৩)।
অন্যদিকে বেসরকারি কলেজে লিখিত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো- সাজিদুল ইসলাম সোহান, খান আজমাইন ইসফার, অথৈ, জান্নাতুল ফেরদৌস নিসাত, স্বর্ণা, সান্তনা, মেজবাউল হক, মায়া ও হ্যাপি। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন। রোববার (২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়।
শাহীন ক্যাডেট একাডেমি রেজিস্ট্রি পাড়া শাখার সহকারী পরিচালক শাহ জামাল আকন্দ জিহাদ জানান, চলতি ২০২৫ সালের ক্যাডেট কলেজ (লিখিত) ভর্তি পরীক্ষায় শুধুমাত্র টাঙ্গাইল শাহীন ক্যাডেট একাডেমি রেজিস্ট্রি পাড়া শাখা থেকে সরকারি ক্যাডেট কলেজে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অন্যদিকে বেসরকারি ক্যাডেট কলেজে ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া সারাদেশে শাহীন ক্যাডেট একাডেমীর মোট ৩১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উল্লেখ্য, প্রকাশিত ফল সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী (৯ ফেব্রুয়ারি) থেকে (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

 

১২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *