হাবিবুর রহমান, মধুপুর ॥
মানুষের মৌলিক মানবিক চাহিদার মধ্যে চিকিৎসা গুরুত্বপূর্ণ। খাদ্য বস্ত্রের মতো চিকিৎসাও স্থান দখল করেছে চাহিদার অন্যতম হিসেবে। যদি মানুষটি শিশু হয় তাহলে তো কথাই নেই। পাশাপাশি একটি শিশু সুন্দর ভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার জন্য খাদ্য বস্ত্রের মতো চিত্ত বিনোদনও অপরিহার্য। শিশু মানসিক বিকাশে বিনোদন নিয়ামক হিসবে কাজ করে। শিশুদের বেশির ভাগ জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, পাতলা পায়খানার মতো রোগগুলোর ধকল একটু বেশি যায়। তাদের চিকিৎসার ছুটে যেতে হয় সরকারি বেসরকারি হাসপাতালে। এ সময় চিকিৎসাকালিন সময়ে শিশুরা খেলাধূলা করতে মেঝে বা বারান্দায় ছুটাছুটি করে থাকে। এদিক সেদিক ঘুরতে ছটফট করে। বাবা-মাকে নিয়ে ঘুরতে হয়। এসব বিষয় চিন্তা করে ১০০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোরে স্থাপন করা হলো শিশুদের প্লে কর্ণার। এখানে শিশুরা চিকিৎসার পাশাপাশি বিনোদনের সুবিধাও পাবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ব্যতিক্রমী শিশুদের জন্য ইনডোর প্রে কর্ণারের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনের তৃতীয় তলায় স্থাপিত ইনডোর শিশু প্লে কর্ণারের উদ্বোধন করে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মধুপুর রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. সাইদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব মোস্তফা হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, পৌর বিএনপির সভাপতি ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি, জাতীয় নাগরিক অধিকার কমিটির সদস্য সবুজ মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিশু ইনডোর প্লে কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির অর্থায়নে অন্তঃ বিভাগ শিশুদের জন্য একটি দোলনা স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ সাইদুর রহমান জানান, মধুপুর রোগী কল্যাণ সমিতির মুল উদ্দেশ্য হলো হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করা। হাসপাতালে অনেক রোগী আসেন যাদের পরীক্ষা-নিরিক্ষা বা ঔষধ কেনার মতো সামর্থ্য থাকে না। আমরা তাদেরকে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। এর অংশ হিসেবে শিশুদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনোদনের জন্য শিশু ইনডোর প্লে কর্ণার স্থাপনের শুভ উদ্বোধন করা। তিনি সকলের সহযোগিতাও কামনা করে।