মধুপুরে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সুবিধাভোগীদের বকনা গরু ও খাদ্য বিতরণ

টাঙ্গাইল মধুপুর

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে বকনা গরু ও বকনার খাবারের জন্য দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। একই সাথে সুবিধাভোগী গারো কোচ সম্প্রদায়ের নারী পুরুষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এর আগে প্রকল্পের কর্মসূচিতে প্রশিক্ষণসহ জীবনমান উন্নয়নে হাঁস, মুরগী, ভেড়া, গরু, ছাগল পালন বিতরণও করা হয়েছে। সুবিধা ভোগীরা এসব পালনে স্বপ্নের জাল বুনছেন। লাল মাটির মধুপুর উপজেলার ৯টি ইউনিয়নে চলছে এ কার্যক্রম। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো, কোচ, বর্মণ নারী পুরুষেরা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে মুরগি ঘরসহ মুরগী, গরু, ছাগল, ভেড়া পেয়ে তারা এগিয়ে যাবে।
সমতল এলাকার লাল মাটিতে গারো কোচ বর্মণদের বসবাস। এলাকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো কোচ বর্মণদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকারের প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে ।
সমতল এলাকার পিছিয়ে পড়া প্রান্তিক গারো, কোচ, নারী-পুরুষদের মাঝে বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বকনা গরু ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ স্থানীয় গারো, কোচ সম্প্রদায়ের প্রতিনিধি সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় ১৩০ জন সুবিধাভোগীর মধ্যে ৬৫ জনকে বকনা গরু ও ২৫ কেজির ৪ বস্তা করে দানাদার খাবার বিতরণ করা হয়। বাকিদের মাঝে আগামী সপ্তাহে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। পরে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হল রুমে এ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

৭১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *