মির্জাপুরে ছিনতাই হওয়া ২০ লাখ টাকার তেল ভর্তি ট্রাক উদ্ধার

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই হওয়া ২০ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২৪০ লিটার তেল ভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুরনি শাবানা ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে নারায়গঞ্জ জেলার মদনপুর থেকে ১২ হাজার ২৪০ লিটার তেল ভর্তি ট্রাকটি ছিনতাই হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। ছিনতাইকারী চক্রের ১১ জন সদস্য মোটরসাইকেল ও একটি হাইচ নিয়ে তেল ভর্তি ট্রাকের সামনে বেরিকেট দিয়ে ট্রাকের চালক সোহেল ও হেলপারের হাতে হ্যান্ডকাফ পরায়। পরে তাদের দুচোখ বেঁধে ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার কুড়িল বিশ্বরোড়ে এসে চালক ও হেলপারকে ফেলে তেল ভর্তি ট্রাক নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে টাঙ্গাইলের দিকে আসতে থাকে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ মহাসড়কে চেকপোষ্ট বসালে ছিনতাইকারীরা টের পেয়ে উপজেলার কুরনি শাবানা ফিলিং স্টেশনের কাছে তেল ভর্তি ট্রাক ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা রয়েছে। ছিনতাইকারীরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *