স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইবরাহীম খলিল (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তার মেয়ে ইশরাত জাহান ইমু (২০)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা-ময়মনসিংহ লিংকরোডে এ ঘটনা ঘটে। নিহত ইবরাহীম খলিল কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলীর মৃত ইনতাজ আলী সরকারের ছেলে। সে উপজেলার একই ইউনিয়নের সয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের এলেঙ্গা-ময়মনসিংহ লিংকরোডে এলেঙ্গায় যাওয়ার সময় যানবাহন ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে। সে সময় উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কেই তারা ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মেয়েটির বাবা জ্ঞান হারায়। পরে খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক খলিলকে মৃত ঘোষণা করে। তবে, তার মেয়েটি প্রাণে রক্ষা পায়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শরীফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে মেয়েটির বাবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ব্যাপারে কালিহাতী থানায় নিহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।