স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা বলেছেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও রক্তের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে। দেশ এখন স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত। মুক্ত বাংলাদেশে আমি আর আমার কোন মায়ের কুল খালি হতে দেখতে চাই না। আমরা আর কোন নিরপরাধীকে অপরাধী সাজাতে দেখতে চাই না। আমরা আর কোন গায়েবি মামলা দেখতে চাই না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় বখতিয়ার খান চিসতির বার্ষিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক কাউন্সিলর হাজী আব্দুর রউফ দুলালের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা হামিদুর রহমান লাঠু, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বখতিয়ার খান চিসতি।
সাবেক ছাত্র নেতা হযরত আলী মিঞা তাঁর বক্তব্যে বলেন, এই বাংলাদেশে এখন আর বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হওয়ার সুযোগ নেই। এখন আমরা রাজনৈতিক সভা-সমাবেশ ও জনগণের দাবির কথা বলতে পারছি। এই বাংলাদেশে যেন কোন দিন কোন ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জন্ম হতে না পারে সেজন্য তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানান।