কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কালিহাতী ঘাটাইল টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি ধলাটেংগুর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন- রাকিব (২৬) ও রিজভী (২৮)। তারা টাঙ্গাইলের নগরজৈলফে এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিক জানা যায় এবং রাকিব ও রিজভী সম্পর্কে বন্ধু। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ এলাকায়।
এদিকে একই দিন রাত ৮টার দিকে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আজমান মন্ডল (৩৮) নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। তার বাড়ি চক পাকুটিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা সেতু এলাকা থেকে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার ৫নং বিজ্রের আনালিয়া বাড়ি ধলাটেংগুর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় রড ভর্তি ট্রাকের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজমান মন্ডল (৩৮) নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *