গোপালপুর সংবাদদাতা ॥
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খোলা বাজারে ওএমএস এর ৩০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শহরের তামাক পট্টি ও সুতি কালিবাড়ীতে বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিজন ৫ কেজি চাল নিতে পারবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কোনাবাড়ী বাজারের তামাক পট্টি মহল্লায় ওএমএস ডিলার পয়েন্টে চাল বিক্রি উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক ইব্রাহিম খান, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, ডিলার প্লাবন চন্দ্র চন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধা ভোগীরা।