কালিহাতীতে বাসচাপায় ভ্যান চালকসহ নিহত ২ জন

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম আবদুল হালিম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে। নিহত ভ্যানযাত্রীর নাম রাজ্জাক আকন্দ (৫৪)। তিনি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। ভ্যান চালক ও যাত্রী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

৫৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *