টাঙ্গাইলে হঠাৎ পাল্টে গেছে সয়াবিন তেলের বাজার!

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

সাদ্দাম ইমন ॥
আসন্ন পবিত্র শবেবরাত উপলক্ষে টাঙ্গাইলের বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর উদ্দেশ্যে বাজার থেকে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের পার্ক বাজার, ছয়আনি বাজার, আমিন বাজার, সিটি বাজারসহ অন্যান্য বাজার ঘুরে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে খুবই কম।
বাজারের ব্যবসায়ী মামুন হোসেন বলেন, সকালে কিছু তেল আসে, তবে চাহিদার তুলনায় তা খুবই কম। একদিন এক কোম্পানির ডিলার তেল দিয়ে যান, সবাই একসাথে আসে না। ইয়াসিন জেনারেল স্টোরের সেলসম্যান আলী হোসেন জানান, প্রতিদিন আমাদের চাহিদা ১০০ লিটার, কিন্তু পাচ্ছি মাত্র ২০ লিটার তেল। গত এক সপ্তাহ ধরে কম পাচ্ছিলাম, কিন্তু এখন সরবরাহ একেবারেই বন্ধ।
ব্যবসায়ী নাজের হোসেন বলেন, তেল কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করেছেন। যাতে তারা সরকারের সাথে দর কষাকষি করে দাম বাড়াতে পারেন। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা কেজি, খোলা পামতেল ও সুপার ১৭৫ টাকা কেজি এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা প্রতি লিটার। মূলত পবিত্র শবেবরাতকে সামনে রেখে আবারও সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে।
এদিকে, বাজার থেকে তেল উধাও করে দেওয়া এবং দাম বাড়ানোর চেষ্টা নিয়ে অভিযোগ উঠেছে। বাজারের কিছু দোকানে ক্রেতাদের বাধ্যতামূলকভাবে অন্য পণ্য কিনতে বলা হচ্ছে। যাতে তেলের দাম বাড়ানোর কৌশল হিসেবে ব্যবসায়ীরা এই পদ্ধতি অনুসরণ করছেন।

 

১৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *