টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মারুফের মায়ের সংবাদ সম্মেলন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মারুফের সকল আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত মারুফের মা মোর্শেদা বলেন, গত (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে আমার ছেলে মারুফ টাঙ্গাইল শহরের মেইনরোডে গুলিতে নিহত হন। তারপর থেকে আমি সন্তান ছাড়া খুব কষ্টে দিন যাপন করছি। এ ঘটনায় আমি ছেলের হত্যার বিচারের জন্য একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু আজকে প্রায় ৬ মাস পার হলেও ২-৩ জন আসামী ছাড়া কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদি পুলিশ সঠিকভাবে চেষ্টা করে তাহলে আসামীদেরকে গ্রেপ্তার করতে সম্ভব হবে। আমি ছেলে হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, বেশকয়েকদিন ধরে শুনা যাচ্ছে এই হত্যা মামলা নিয়ে আমি বাণিজ্য করতেছি। আমি কখনোই মামলা বাণিজ্য করেনি। আমার একমাত্র ছেলে ছিল মারুফ। আমি সকল আগামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।
এ সময় বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *