দেলদুয়ারে রঙিন ফুলকপির কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কৃষি টাঙ্গাইল দেলদুয়ার

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার দেলদুয়ার পশ্চিম পাড়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে সভাপতিত্ব করেন অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাবব্রিনা নাসরিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু ইসাহাক সিদ্দকী।
মাঠ দিবস অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলদুয়ার সদর ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার ফারহানুল কবির। এ সময় উপ-সহকারি কৃষি অফিসার আনিসুজ্জামান, রাজিবুল হাসান মল্লিকসহ ৭০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *