
স্টাফ রিপোর্টার ॥
চলমান ডেভিল হান্ট অপারেশনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ২৮টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে টাঙ্গাইল জেলায় মোট ৩৬ জন গ্রেফতার হয়েছে এই অপারেশনে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারদের মধ্যে সদরে ৪ জন, মির্জাপুর থেকে ১ জন, দেলদুয়ার থেকে ১ জন, সখীপুর থেকে ১ জন, কালিহাতী থেকে ১ জন, ঘাটাইল থেকে ২ জন, মধুপুর থেকে ১ জন, গোপালপুর থেকে ২ জন এবং ভূঞাপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে মোস্তাফিজুর রহমান রঞ্জু নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বাসাইল থানা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান রঞ্জু বাসাইল এসআর পাড়া এলাকার রবি মিয়ার ছেলে। তিনি বাসাইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা গেছে, বাসাইল থানা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল এসআর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোস্তাফিজুর রহমান রঞ্জুুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত (৪ আগস্ট) মির্জাপুরের গোড়াই এলাকায় মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।