মাঘী পূর্ণিমায় কালিহাতীর ‘পোয়াতি বিলে’ হাজারো পূণ্যার্থীর স্নান

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
মাঘী পূর্নিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এছাড়াও কথিত আছে, এই তিথিতে দেবতারা মর্ত্যলোকে ভ্রমন করতে আসেন। সেই বিশ্বাসে দেড় শত বছর ধরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামে হাজারো পুণ্যার্থীর পদচারণায় পালিত হচ্ছে ‘পোয়াতি বিলের’ মাঘী পূর্ণিমার স্নান ও কালী পুজা।
বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোর ৫ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত নানা মনোবাসনা ও পুণ্যের আশায় পুণ্যার্থীরা স্নান করছেন এবং স্বর্ণ-রুপা, কলা ও ডাব বিলের পানিতে ছুড়ে দিচ্ছেন। আবার পোয়াতি বিল কালী মন্দিরে টাকা পয়সা দান করেছেন। ওই অনুষ্ঠান উপলক্ষে নানা রকমের দোকানপাট নিয়ে আউলিয়াবাদ বাজারে মেলা বসেছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান বলেন, প্রায় দেড়শ’ বছর ধরে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় মাঘী পূর্ণিমায় পোয়াতি বিলে স্নান করে থাকেন।

 

 

৫৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *