স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এডহক থেকে শুরু করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির পাঁচবারের নির্বাচিত সভাপতি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য আনিছুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য খোরশেদ আলম ও পদাধিকার বলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হায়দার আলী। এছাড়াও কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ, ক্বারী আবুল কালাম আজাদ, আজহার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।