টাঙ্গাইল উইন্টার সিজন ফুটবলে হানডেট ক্লাব ৬-০ গোলে বিধ্বস্ত

খেলা টাঙ্গাইল লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠার মতো ওয়ান ক্লাবের স্টাইকার মুজিবের হ্যাটট্রিকসহ ৪টি গোল অভূতপূর্ব পারফরমান্সে অধিনায়ক সুব্রত ধরের ওয়ান ক্লাব (৬-০) গোলে বিধ্বস্ত করলো হানডেট ক্লাবকে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ফিরতি ম্যাচে ওয়ান ক্লাব ও হানডেট ক্লাব মুখোমুখি হয়।
খেলার শুরু থেকে ওয়ান ক্লাবের মুজিব সারা মাঠে অসাধারণ ফুটবল খেলতে থাকে। দলের গোলরক্ষক ও অধিনায়ক সুব্রত ধরের অনুপ্রেরণায় ওয়ান ক্লাবের ফুটবলাররা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠায় একচেটিয়া আক্রমন করে খেলতে থাকে। খেলা শুরুর ৬ মিনিটের সময় মুজিবের চমৎকার কোনাকুনি পাশ থেকে ফাঁকা পোস্টে বল ঠেলে শামীম গোল করে (১-০) তে দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে হ্যানডেট ক্লাব আরো অগোছালো খেলতে থাকে। খেলার ২১ মিনিটের সময় কর্নার থেকে ভেসে আসা চলন্ত বলে ওয়ান ক্লাবের মুজিব জোরালো শটে গোল কওে (২-০) ব্যবধান দ্বিগুন করে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে হানডেট ক্লাব খেলায় গোল করে ফিরে আসার বিপরীতে আরো অগোছালো খেলতে থাকলে দুটি আত্মঘাতী গোলসহ ৪টি গোল হজম করে। এ অর্ধে মুজিব আরো ৩টি এবং ওয়ান ক্লাবের গোলরক্ষক সুব্রত ধর প্রায় ৩২ মিটার দূর থেকে চমৎকার শটে গোলরক্ষককে পরাজিত করে (৬-০) গোলে জয়লাভ নিশ্চিত করে। সারা মাঠে মুজিবের উপস্থিতিই মূলত ম্যাচে দলের জয়লাভে ভূমিকা রাখে। বিপরীতে আগেই ফাইনাল নিশ্চিত করা হানডেট ক্লাবের সর্বোচ্চ গোলদাতা (৩টি) হায়দার আলীকে খুঁজে পাওয়া যায়নি। হানডেট ক্লাবের রক্ষণভাগ ছিল চরম অগোছালো। রক্ষণ সেনা জহিরুল, সুজায়েত ও রাম ছিলেন চরম ব্যর্থ। ওয়ান ক্লাবের আক্রমনের চাপে দুটি আত্মঘাতী গোল সুজায়েতের মাধ্যমেই হয়।
টুর্নামেন্টের ৬টি ম্যাচে অংশগ্রহণ করে ওয়ান ক্লাব ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান এবং হানডেট ক্লাব ১১ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে। হানডেট ক্লাব ফাইনালে উঠে তাদের জন্য অপেক্ষায় রয়েছে ৫ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া টেন ক্লাব।
খেলায় দু’দলে যারা খেলেছে- ওয়ান ক্লাব- সুব্রত কুমার ধর (অধিনায়ক), লিটন সাহা, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, শামীম, মতিন ও দুলাল। হানডেট ক্লাব- ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল ইসলাম, মোস্তফা খান, রফিক, নুর আলম ভূঁইয়া ও এডঃ নাসিম।
রেফারী- তৌহিদুল ইসলাম মাসুদ এবং ম্যাচ রেফারী ছিলেন মোজাম্মেল হক।

 

৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *