টাঙ্গাইল শহরে প্রাইভেটকার সিএনজি মোটরসাইকেলের অবৈধ পার্কিং

টাঙ্গাইল টাঙ্গাইল সদর টাঙ্গাইল স্পেশাল লিড নিউজ

জাহিদ হাসান ॥
টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কের উপর অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। কেবল সড়কের উপরই নয় ফুটপাতের উপরও অনেক সময় গাড়ি পার্ক করে রাখতে দেখা যাচ্ছে। আর এই অবৈধ পার্কিংয়ের কারণেই প্রতিনিয়ত যানজটের সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীর।
শহরের ব্যস্ততম সড়ক ঘুরে দেখা যায়, পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক ভিক্টোরিয়া রোড, জুগলু রোড, মেইন রোড, কলেজ পাড়া মোড়, কালিবাড়ী রোড, মসজিদ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড, সদর হাসপাতাল রোড, কুমুদিনী কলেজ মোড়, ডিস্ট্রিক রোডসহ অন্যান্য রোডগুলোতে অবৈধ পার্কিংয়ের ভয়াবহ চিত্র দেখা গেছে। এমন কোন স্থান বাকি নেই যেখানে যানবাহন অবৈধভাবে পার্ক করে রাখা নেই।
শহরের নিরালা মোড় হতে শান্তিকুঞ্জ মোড় পর্যন্ত সম্পূর্ন সড়কের দুইপাশে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ছোট ও মাঝারি মানের যানবাহন রাস্তায় অবৈধভাবে পার্ক করে রাখা হচ্ছে। পার্ক করা যানবাহনগুলো সড়কের অর্ধেকই দখল করে রাখছে। এছাড়া কলেজ পাড়ায় সিএনজি স্ট্যান্ড, সিডিসি মার্কেটে মোটরসাইকেল স্ট্যান্ড, ক্যাপসুল মার্কেট, জুগল রোড, শান্তিকুঞ্জ মোড়, বেবিস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের ফুটপাতের উপর অবৈধভাবে বিভিন্ন গাড়ি পার্ক করার নামে স্ট্যান্ড বানিয়ে ফেলেছে।
শহরের নিরালা মোড়ের সামনে পার্ক করা মোটরসাইকেল আরোহী বলেন, আমি একটু কাজে আসছি। আবার চলে যাবো। অল্প সময়ের জন্য ফুটপাতের পাশে বাইক দাঁড় করাইছি। পথচারি রাজ্জাক বলেন, সাধারণত রাস্তা দিয়ে যান চলবে, আর পথচারিরা ফুটপাত দিয়ে হাটা চলা করবে। অথচ ফুটপাতের উপর বাইক রাখা থাকে। তাছাড়া হকাররা তো আছেই। এদের জন্য ফুটপাতে চলা মুশকিল। ৫ মিনিটের রাস্তা ৩০ মিনিটে পার করা যায় না। একজন বাইক নিয়ে ফুটপাতে পার্ক করে ৫-১০ মিনিট পর কাজ শেষ করে চলে যায়। কিন্তু আবার অন্যজন আসে, সে আবার ১০ মিনিটের জন্য পার্ক করে। এভাবে দেখা যায়, সারাদিনই এই ফুটপাতে বাইক পার্ক করে থাকে। ডাচ বাংলা ব্যাংকের সামনে যানজটে পরা সিএনজি চালক রফিক মিয়া বলেন, রাস্তার পাশে রিকশা আর গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের চলার গতি কমে যায়। রাস্তা যত বড় থাকবে সাধারণ গাড়ি বা অন্যান্য যানবাহন ততো গতি নিয়ে চলতে পারবে। কিন্তু এই যে জ্যাম লেগে থাকে এর কারণ এই রাস্তা যতটুকু প্রশস্ত গাড়ি পার্কিং করায় তা এখন আরো সরু হয়ে যাচ্ছে। ফলে ধীর গতিতে চলতে হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ কর্তৃপক্ষ জানায়, আমরা শহরে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশের রেকার দিয়ে মাঝে মাঝে অবৈধ পার্কিং এ রাখা গাড়ী উচ্ছেদ করে থাকি। এজন্য মামলাও দেয়া হচ্ছে প্রতিনিয়তই।

 

 

৫৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *