টাঙ্গাইলে সড়ক অব‌রোধ তু‌লে নিলো জুলাই-আগস্ট অভ্যুত্থানের আহতরা

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যুবদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় বিতরণ করা চেকগুলো একাউন্ট পে চেক হওয়ায় আহতরা চেক গ্রহণকারীরা অসন্তোষ প্রকাশ করলেও জেলা পরিষদের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা শুনেনি মর্মে অভিযোগ তোলা হয়। প‌রে তারা টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়ক অব‌রোধ ক‌রে। বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। এরপর ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা।

আহতরা জানায়, জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলে শহীদ পরিবারদের ও ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন‌্য শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে। এ সময় আর্থিক সহায়তার জন্য শহীদ পরিবারকে ৩০ হাজার ও আহতদেরকে ৫ হাজার করে টাকার চেক দেওয়া হয়। এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান। প‌রে ক্ষুব্দ হ‌য়ে আহতরা জেলা শিল্পকলা একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। অবরোধের দেড় ঘন্টা পর জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী কর্মকর্তা স‌ফিকুল ইসলাম, জেলা পরিষদের সচিব শামসুন্নাহার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থ‌লে গি‌য়ে আশ্বাস দি‌লে আহতরা সড়ক অব‌রোধ প্রত‌্যাহার ক‌রে নেন।
জেলা শিল্পকলা একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অব‌রোধের কার‌ণে সড়‌কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও পথচারী। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনকারী টাঙ্গাইলের কয়েকজন ছাত্র প্রতি‌নি‌ধি উপস্থিত ছিলেন।

 

 

 

৪৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *