মধুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে বাড়তি ভাড়া ফেরত দিল বাস চালকরা

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

মধুপুর প্রতিনিধি ॥
ঈদ, পূজা ও বড়দিনসহ যেকোন উৎসব আসলেই ঘরমুখো মানুষকে গুণতে হয় বাড়তি ভাড়া। যাত্রীবাহী বাস সার্ভিস বাড়তি ভাড়া আদায়ে তৎপর হয়ে ওঠে। বাড়তি ভাড়া না গুনলে মেলে না আসন। দাঁড়িয়ে এসেও দিতে হয় সিটের ভাড়া। প্রতিনিয়তই বিড়ম্বনা আর ভোগান্তিতে পড়ে বাড়ি ফিরতে হয় মানুষদের। এমন অভিযোগ আর তথ্য পেয়ে জনভোগান্তি কমাতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।
তারা টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে বাস টার্মিনালে অভিযোগের ভিত্তিতে ঢাকা-জামালপুর-মাদারগঞ্জ সড়কের যাত্রীবাহী বাসে বিশেষ কার্যক্রম গ্রহণ করে। যাত্রীদের কাছ থেকে বাড়তি আদায় করা ভাড়া ফেরত দেয়ার ব্যবস্থা করে। আর এতে যাত্রীরা বাড়তি ভাড়া ফেরত পান । এমন অভিনব উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক ও পবিত্র শবে বরাতের ছুটির কারণে তারা এ কার্যক্রম করে। ঢাকা থেকে বাড়ী ফেরা যাত্রীদের চাপে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে যাত্রীসহ ছেড়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাস মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে চেক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের তোপের মুখে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিতে বাধ্য হয় বাস চালকরা। এ সময় মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহানুর রহমান, সাইদুর রহমান, মেহেদী হাসান মৃদুল, সবুজ মিয়া, একরামুল খান অনিক, মাজহারুল ইসলাম, জিয়াদ হাসান জিম, টিএ নাইম ও খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহানুর রহমান ও মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, টিকিট প্রতি নির্ধারিত ভাড়ার ২শ’ থেকে ৪শ’ টাকা বাড়তি দিতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে তারা মধুপুর আনারস চত্বরে যাত্রীদের সাথে কথা বলে এর সত্যতা পায়। পরে বাস এক এক করে থামিয়ে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিতে বাধ্য করে বলে তারা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ মিয়া জানান, প্রায় ২০টির মতো বাস থেকে তারা দাঁড়ানো যাত্রীদেরকে ১শ’ টাকা আর সিটের যাত্রীদের ২শ’ টাকা পর্যন্ত ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়। গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে মধুপুর, ধনবাড়ি, জামালপুর পর্যন্ত ৫শ’ থেকে ৬শ’ টাকা ভাড়া নেয়া হচ্ছিল। দাঁড়ানো যাত্রী ৩শ’ টাকা, সিটের যাত্রী ৫শ’টাকা ভাড়া নেয়া হচ্ছিল। পরে তারা বাড়তি আদায় করা ভাড়া ফেরত দেয়ার ব্যবস্থা করে।

৬২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *