মির্জাপুরে শালিসে আমেরিকা প্রবাসীর উপর হামলায় গ্রেপ্তার একজন

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম্য শালিসে মাতাব্বরদের উপস্থিতিতেই আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রবাসীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বানাইল ইউনিযনের বাংগল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উভয়পক্ষ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় নুরুজ্জামান খান শিম্পা (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ওই গ্রামের আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদ বেশকয়েক বছর পূর্বে গ্রামে খান এগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান করেন। তার প্রতিষ্ঠান দেখভালের দায়িত্ব দেন ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পাকে। বিভিন্ন অযুহাতে ভাতিজারা এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেন ওই প্রবাসী। এছাড়া তিনি দেশে না থাকায় তার সম্পত্তি ও খামারসহ বিভিন্ন স্থাপনা নিজেদের দাবী করে তার ভাই নুরুল আলম খান, ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পাসহ তাদের সহযোগিরা দখলের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে কিছুদিন পূর্বে জাহিদুল ইসলাম বাছেদ দেশে ফিরেন।
এ বিষয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গ্রাম্য শালিসের আয়োজন করা হয়। শালিসের এক পর্যায়ে মাতাব্বরদের উপস্থিতিতেই প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদ এবং তার লোকজনের ওপর হামলা চালানে হয়। হামলায় জাহিদুর ইসলাম বাছেদ ছাড়াও ফার্মের উপদেষ্টা কবির আলম সজল ও ম্যানেজার মিলন খান আহত হন। পরে তাদের জামুর্কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদ অভিযোগ করে বলেন, ভাই, ভাতিজাসহ তাদের সহযোগিরা এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া তারা তার সম্পত্তি দখলের চেষ্টা করে যাচ্ছেন। শালিসে মাতাব্বরদের উপস্থিতিতে আমার ও আমার ফার্মের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) উভয়পক্ষ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ হামলাকারীদের মধ্যে নুরুজ্জামান খান শিম্পা নামে একজনকে গ্রেফতার করেছেন।
এদিকে গ্রেপ্তারকৃত নুরুজ্জামান খান শিম্পার স্ত্রী সাহিদা জামান সাংবাদিকদের বলেন, শালিসে কোন হামলার ঘটনা ঘটেনি। উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, গ্রাম্য শালিসে প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে নুরুজ্জামান খান শিম্পাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।

৫৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *