স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স (অনুর্ধ্ব-১৬) জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা দল ২৭ রানে শেরপুর জেলা দলের কাছে পরাজিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) জামালপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট আয়োজিত জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তৃতীয় দিনের খেলায় টাঙ্গাইল ও শেরপুর জেলা মুখোমুখি হয়।
খেলায় টস জয়ী শেরপুর জেলা প্রথমে ব্যাটিং করে ৪৫ ওভার ১ বলে ১০৫ রানে অলআউট হয়। দলের পক্ষে হযরত ও রাজিন উভয়ে ১৭ করে রান করে। বোলিংয়ে বিজিত দলের পক্ষে নাহিয়ান, রুদ্র ও তৌফিক ২টি করে উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল জেলার ব্যাটাররা বাজে ব্যাটিং করে ২৫ ওভার ৫ বলে ৭৮ রানে অলআউট হয়ে যায়। এতে শেরপুর জেলা ২৭ রানে জয়লাভ করে। দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ২৪ ও নাহিয়ান ১২ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের জাকির ১৭ রানে ৭টি ও রাজিন ২টি উইকেট দখল করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের জাকির হোসেন।
আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ফিরতি লেগে মানিকগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা দল।